চট্টগ্রাম, ০৭ ফেব্রুয়ারি (ইউএনবি)- চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী আবু জাফর অনিক হত্যা মামলায় এজাহারভুক্ত ছয় আসামি বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছেন।
আসামিরা দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. নোমানের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
আসামি হলেন- মিন্টু দাশ (৩২), রকি দাশ (২২), অপরাজিত (২২), অভি (২১), দুর্জয় (২১) ও অজয় (২১)।
মামলার বাদী অনিকের বাবা মোহাম্মদ নাছিরের আইনজীবী আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ১৮ জুন রাতে দামপাড়ার চট্টেশ্বরী মোড়ে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে বিরোধের জেরে ছাত্রলীগ নেতা অনিককে (২১) তার বাবার সামনেই ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ নাছির ১২ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।
ছাত্রলীগ কর্মী অনিক হত্যায় ৬ আসামির আত্মসমর্পণ
ছবি: ইউএনবি
চট্টগ্রাম, ০৭ ফেব্রুয়ারি (ইউএনবি)- চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী আবু জাফর অনিক হত্যা মামলায় এজাহারভুক্ত ছয় আসামি বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছেন।
আসামিরা দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. নোমানের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
আসামি হলেন- মিন্টু দাশ (৩২), রকি দাশ (২২), অপরাজিত (২২), অভি (২১), দুর্জয় (২১) ও অজয় (২১)।
মামলার বাদী অনিকের বাবা মোহাম্মদ নাছিরের আইনজীবী আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ১৮ জুন রাতে দামপাড়ার চট্টেশ্বরী মোড়ে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে বিরোধের জেরে ছাত্রলীগ নেতা অনিককে (২১) তার বাবার সামনেই ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ নাছির ১২ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।